খুলনায় ওসি হত্যা প্রচেষ্টায় মামলা, ২জন গ্রেফতার

 

খুলনা ব্যুরো:  নগরীর খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন ও এএসআই লিটন বৈরাগীকে হত্যা প্রচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৭০/৮০জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। খালিশপুর থানার এসআই রত্নেশ্বর ম-ল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। হত্যা প্রচেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দুই আসামী হলো, কাশিপুর মেঘনা গেটের মৃত শেখ দ্বীন মোহাম্মাদের ছেলে মোঃ শেখ গোলাম রসুল (৪৫) ও উত্তর কাশিপুর এসও ক্রস রোডের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ নাদিম ইসলাম (৩১)। রোববার মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী বাবুল হোসেন নাদিমকে আদালতে হাজির করেন। মহানগর হাকিম মোঃ আমিরুল ইসলাম তাকে কারাগারে পাঠানার আদেশ দেন।

অপর আসামী গোলাম রসুল অসুস্থ থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। মামলার অপর আসামীরা হলেন, খালিশপুর কাশিপুর রাজধানী মোড়স্থ এসও ক্রস রোডের শেখ আব্দুল হান্নানের ছেলে মোঃ জাহিদুল ইসলাম ওরফে রিয়াত (৩০) উত্তর কাশিপুরের শহীদ কমিশনারের দুই ছেলে তারেক (৪০) ও অন্তু (২৮), লেদুর দুই ছেলে মহিজুল (৫০) ও আইজুল (৪৫), আইজুলের ছেলে রক্সি (২৮), মহিজুলের ছেলে ইমু (১৯), রফিকের ছেলে আশিক (২৮), মকবুলের ছেলে রহিম বাবু (৪৫), সানি (২৮), জাকিরের ছেলে জ্যানিক (২১), ওলিউর রহমানের ছেলে নবী (৩৪) ও আমির আলির ছেলে আমানত (৪৫)।

মামলায় উল্লেখ করা হয়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে খালিশপুর ধানাধিন কাশিপুর রাজধানী মোড়ে ককটেল বিষ্ফোরনের শব্দ পেয়ে ঘটনাস্থলে পৌছান খালিশপুর থানার ওসি সরদার মোশারেফ হোসেনসহ অন্যান্য অফিসাররা। কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুর সঙ্গে ঘটনার বিষয়ে আলোচনা করে রহস্য উদঘাটনের চেষ্টা করা হয়।

কথাবার্তার এক পর্যায়ে পিন্টুর অফিসের সামনে আসামীরা আব্দুল্লাহ আল মামুন নামের এক যুবককে মারপিট শুরু করে। এসময় অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ও এএসআই লিটন বৈরাগী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে তাদেরকেও মেরে আহত করে হামলাকারীরা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.