খুলনায় এসএ টিভির সাংবাদিকের পিতার মৃত্যু
খুলনা ব্যুরো : খুলনা প্রেস ক্লাবের সদস্য ও এস এ টেলিভিশনের খুলনা ব্যুরো চীফ সুনীল কুমার দাসের পিতা বলাই চন্দ্র দাস (৮৮) রোববার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমণ করেন। তার স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে। রোববার তাঁর নিজ গ্রামের বাড়ি কেশবপুর বালিয়াডাঙ্গা মহা শ্মশানে শেষকৃত সম্পন্ন হয়।
সাংবাদিক সুনীল কুমার দাসের পিতার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তাঁর আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশুসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
এদিকে অনুরূপ শোক ও সমবেদনা জ্ঞাপনসহ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ও ট্রেজারার সাধন রঞ্জন ঘোষ, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আবু সাঈদ, সহ-সভাপতি শাহজালাল মোল্লা মিলন, সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সম্পাদক আমির সোহেল, কোষাধ্যক্ষ আরিফ বিল্লাহ, নির্বাহী সদস্য নিয়ামুল হোসেন কচি, মেহেদী হাসান পলাশ ও সদস্য রকিবুল ইসলাম মতি, আজিজুল ইসলাম, খায়রুল আলম, আমিনুর রহমান নিউটন, জাকারিয়া হোসেন তুষার, আরাফাত হোসেন অনিক, আবুল বাশার, শেখ জুয়েল, মনিরুল ইসলাম সাগর, শেখ রাসেল, সোহেল, রফিক আলী সুদীপ প্রমুখ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.