খুলনায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ

খুলনা ব্যুরো: করোনা সংক্রমণ রোধে খুলনায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী শুক্রবার (০৪ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
আজ বুধবার (০২ মে) জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক কার্যালয়ে সভার আয়োজন করা হয়।
সভায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, করোনা সংক্রমণ রোধে জেলায় লকডাউনের প্রয়োজন নেই, বিধিনিষেধ থাকবে।
তবে খুলনা মহানগরীর সদর থানা, সোনাডাঙ্গা ও খালীশপুর থানা এলাকায় সব ধরনের দোকান, ব‌্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরী সেবা বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.