খুলনায় আটকে রেখে গৃহবধূ ধর্ষণের ছয়দিন পর উদ্ধার

 

খুলনা ব্যুরো : নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে অপহৃত গৃহবধূকে ছয় দিন পর উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। বুধবার দুপুর ২টার দিকে রূপসা উপজেলার রহিমনগর ফোরকানিয়া মাদরাসার পাশের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে র‌্যাব দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, নড়াইলের লোহাগড়া গনি সরদারের ছেলে মোদাচ্ছের (৩০) ও বটিয়াঘাটা উপজেলার ধলুয়ার মৃত এমদাদুল হকের ছেলে মারজু শেখ (২৬)।

র‌্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, গত ৩ মে যশোরের নওয়াপাড়া শ্বশুর বাড়ি থেকে গৃহবধূ খুলনার রূপসায় বাবার বাড়িতে যাচ্ছিলেন। নওয়াপাড়া থেকে সন্ধ্যায় বাসযোগে আসার পর রাত সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গা বাস টার্মিনালে নামেন। এসময় একটি রিক্সায় করে জেলখানাঘাট রওয়ানা হন তিনি। পথে এক যুবক ও রিক্সাচালক তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। টানা ৬দিন তাকে আটক রেখে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী জানিয়েছেন। খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বুধবার দুপুরে গৃহবধূকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করে র‌্যাব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.