খুলনায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

 

খুলনা ব্যুরো : জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম বৃহস্পতিবার ভোররাতে দু’টি দেশী তৈরি পাইপগান ও তিনটি কার্তুজসহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মো: আলাল শেখ(২৮) ও গোলাম রসুল ওরফে মধু (২৫)। তারা দু’জনই জেলার পাইকগাছা উপজেলাধীন কুমখালী গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার ও খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিউল্লাহ’র তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মো: শাহিদুল ইসলাম শাহীনের নেতৃত্বে একটি বিশেষ দল বৃহস্পতিবার ভোররাতে পাইকগাছার একটি কাকড়া চাষ প্রকল্প থেকে আলালকে গ্রেফতার করে।

অভিযানকালে কাকড়া চাষ প্রকল্পের মালিক ঐ সময় হালিম শিকারী এবং তার অপর সহযোগী ইব্রাহিম পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে পাইকগাছা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলা নং-১, তারিখ-৩/৫/১৮। অস্ত্রের উৎসের অনুসন্ধান এবং সহযোগী আসামিদের গ্রেফতার অভিযান অব্যহত আছে বলেও পুলিশ জানায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.