খুলনায় অগ্নিকান্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

 

খুলনা ব্যুরো: নগরীর শেরে বাংলা রোডস্থ নিরালা হাজী বাড়ী এলাকায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। বৈদ্যূতিক শর্টসার্কিট থেকে গত শুক্রবার দিবাগত রাত ৩টা ৪৫মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার মালাম্লা পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দাবি করা হয়েছে ২০লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

খুলনার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, নিরালা হাজী বাড়ী এলাকায় শুক্রবার দিবাগত রাত পৌন ৪টার দিকে বৈদ্যুতিক শটসাির্কটের মাধ্যমে অগ্নিকা-ের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৫টি ফার্নিচারের দোকান, ১টি মুদী দোকার ও ১টি পান সিগারেটের দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে রাত ৩টা ৫০মিনিটে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌছায়। টুটপাড়া, খালিশপুর ও বয়রার ৬টি ইউনিট গতকাল শনিবার সকাল ৭টা ১০মিনিট পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খুলনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ রেজাউল করিমের নেতৃত্বে ৬টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.