খুলনার শিবসা নদীতে ১৪২২ মেট্টিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই কার্গো জাহাজ ডুবি

খুলনা ব্যুরো: খুলনার দাকোপ সংলগ্ন সুন্দরবনের শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ভারতের হলদিয়া বন্দর থেকে ১হাজার ৪২২মেট্টিক টন ফ্লাইঅ্যাশ(সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই করে এম,ভি ‘গারোহেরা’ মোংলায় আসছিল।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে নদীর ডুবো চরে আটকে গিয়ে জাহজটির তলা ফেঁটে যায়। এ সময় জাহাজটিতে থাকা ১২স্টাফ-কর্মচারী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন’র মোংলা শাখার সহ-সভাপতি মোঃ মাঈনুল হোসেন মিন্টু জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে ১হাজার ৪২২মেট্টিক টন ফ্লাইঅ্যাশ(সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই করে এম,ভি ‘গারোহেরা’ মোংলায় আসছিল।
জাহাজটি সুন্দরবনের আন্টিহারা নৌপথ দিয়ে আসার পথে শুক্রবার দুপুর ২টার দিকে শিবসা নদীর (খুলনা) নলিয়ান এলাকায় পৌঁছালে জাহাজটি ডুবে চরে আটকে যায়। এতে জাহাজটি একদিকে হেলে পড়ে। পরে তলা ফেঁটে ঘটনাস্থলে ডুবে যায়। তবে এ ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনাকবলিত জাহাজে থাকা ১২জন স্টাফ-কর্মচারী কুলে উঠে যান।
শ্রমিক নেতা মিন্টু কার্গো জাহাজ ডুবিতে বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ প্রটোকল রুটে নৌযান চলাচল বিঘ্নিত হওয়ার আশংকা করেছেন। তিনি বলেন, এতে আরো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.