খুলনার রেলওয়ের একজন ইলেকট্রিশিয়ানের আলিশান অট্রালিকা: প্রশ্ন জনমনে

পাবনা প্রতিনিধি: খুলনার বাংলাদেশ রেলওয়ের একজন এলি গ্রেড -২(লাইন) ইলেকট্রিশিয়ান (মিস্ত্রীর) ঈশ্বরদীর বিমান বন্দর সড়কে চক্ষু হাসপাতালের পিছনে ৬কাঠা জায়গার উপরে আলিশান বাড়ি তৈরি করা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার প্রশ্ন দেখা দিয়েছে।

খোঁজ খবর নিয়ে জানাযায়,আব্দুল আজিজ তার বাড়ী লালপুর থানার বালিতিতা এলাকায়। সে বাংলাদেশ রেলওয়ে  একজন এলি-গ্রেড২ কর্মচারী। তার কর্মস্হল খুলনাতে। সে ঈশ্বরদীতে বিমান বন্দর সড়কে আলিশান বাড়ি তৈরি করা নিয়ে ঐ এলাকার মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এব্যাপারে আব্দুল আজিজের সাথে কথা বললে সে বলেন আমার বাড়ি করতে ৬০/৭০ লাখ টাকা খরচ হয়েছে। অপর এক প্রশ্নে এতো টাকা কইপেলেন তার কোন স্বদউত্তর দিতে পারেনি।

এব্যাপারে সঠিক তদন্ত হওয়া দরকার বলে এলাকাবাসী দাবী তুলেছে। #

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি মোঃ ময়নুল ইসলাম লাহিড়ী মন্টু।

Comments are closed, but trackbacks and pingbacks are open.