খুলনার রিটার্নিং অফিসারের কাছে বিএনপি প্রার্থীর চার অভিযোগ

খুলনা ব্যুরো: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু চারটি অভিযোগ দাখিল করে তার প্রতিকার দাবি করেছেন রিটার্নিং অফিসারের কাছে। সোমবার সন্ধ্যায় তিনি নিজে গিয়ে রিটার্নিং অফিসার মো: ইউনুচ আলীর হাতে এ অভিযোগগুলো দেন।

অভিযোগগুলো হচ্ছে, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে গণগ্রেপ্তার বন্ধ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও ৬ থানার ওসির অপসারণ, নগরীর আবাসিক হোটেল ও বিভিন্ন বাড়িতে অবস্থান করা বহিরাগতদের উচ্ছেদে অভিযান ও খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি)উপ-কমিশনারের অপসারণ।

বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর দেয়া অভিযোগ পাওয়ার পর রিটানিং অফিসার মো: ইউনুচ আলী সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যেই পুলিশ কমিশনারসহ অন্যান্যদের সাথে কথা বলা হয়েছে। আবাসিক হোটেল গুলোতে অভিযান চালিয়ে বহিরাগতদের বের করে দেয়ার জন্য ওসিদের সাথে কথা হয়েছে বলেও তিনি জানান। অভিযোগ দেয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত নজরুল ইসলাম মঞ্জু রিটার্নিং অফিসারের কার্যালয়ে অবস্থান করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.