খুলনার ভোটারদের মধ্যে ইভিএমে ভোটগ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

খুলনা ব্যুরোআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণার পর পক্ষে ও বিপক্ষে সরব হয়ে ওঠে রাজনৈতিক দলগুলো। অবশেষে নির্বাচন কমিশন সারাদেশে ছয়টি আসনে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে খুলনা-২ আসন রয়েছে। এ ঘোষণার পর ভোটগ্রহণ নিয়ে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সবশেষ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে খুলনা-২ আসনের ৩টি কেন্দ্রে ইভিএমএ’র মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছিল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ছয়টিতে পুরোপুরি ইভিএম’র মাধ্যমেই ভোটগ্রহণ হবে। এর মধ্যে খুলনা-২ আসন একটি। সবশেষ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে খুলনা-২ আসনের তিনটি কেন্দ্রে এ প্রক্রিয়ায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে এবারের নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণের আগে যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

তবে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণের বিষয়টিকে আওয়ামী লীগ ইতিবাচক হিসেবে দেখলেও বিএনপি এ পদ্ধতিকে বিতর্কিত বলছে।

খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল বিটিসি নিউজকে বলেন, ভোট কারচুপির জন্য নয়, আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে খুলনায় ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খুলনা জেলা বিএনপি’র সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টু বিটিসি নিউজকে বলেন, ইভিএমে কারচুপি করা যায় এটা আমার দলের পক্ষ থেকে বারবার ইসিকে প্রমাণসহ বলা হয়েছে।

খুলনা জেলার রিটার্নিং কর্মকর্তা মো: হেলাল হোসেন বিটিসি নিউজকে বলেন, ভোটারদের ইভিএম সম্পর্কে জানিয়েই ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত খুলনা-২ আসনে ৯২টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৬২ জন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.