খুলনার বাস টার্মিনালে র‌্যাবের ঝটিকা অভিযান

 

খুলনা ব্যুরো: নগরীর সোনাডাঙ্গাস্থ আন্তঃজেলা বাস টার্মিনালসহ আশপাশের দোকানপাটে ব্যাপক তল্লাশী অভিযান চালিয়েছে র‌্যাব-৬ সদস্যরা।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাবের এ্যাডজুডেন্ট সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুজ্জামানের নেতৃত্বে প্রায় অর্ধশত র‌্যাব সদস্য অভিযানে অংশ নেন। তবে অভিযানে কাউকে আটক করা হয়নি বলে র‌্যাব জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার বিকেলে ৪০-৫০জন র‌্যাব সদস্য বাস টার্মিনালের সামনে জড়ো হন। এরপর হঠাৎ করেই বাসটার্মিনালের অভ্যন্তরে ঢুকে বিভিন্ন ছোট ছোট ঝুপরি দোকান ঘরে তল্লাশী চালায়। এরপর র‌্যাবের অভিযানিক দল বাস টার্মিনালের পাশের রাস্তায় শামীম হোসেনের চায়ের দোকান, তালুকদার ভ্যারাইটি স্টোর, মুজিবরের মুদি ও চা দোকান, এমরানের খাবার হোটেল, আরিফ ফল ঘর, হাজী নান্না বিরিয়ানী হাউজসহ বিভিন্ন খাবারের দোকানের পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে খোঁজ খবর নেন।

সিনিয়র এএসপি নুরুজ্জামান বলেন, আমাদের নিয়মিত অভিযান থেকে এই অভিযানটি কিছুটা ভিন্ন মাত্রার ছিলো। মাদক, সন্ত্রাস বিরোধী এ ধরণের অভিযান চলবে। কিছু গোপন তথ্য রয়েছে যা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.