খুলনার বানরগাতী বাজারে আগুন, প্রায় ৫১ লাখ টাকার ক্ষতি

খুলনা ব্যুরো: খুলনা মহানগরীর বানরগাতী বাজারে অগ্নিকান্ডে বাজারের ছোট বড় মিলে প্রায় ১০০ টির মতো দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রায় ৫১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ বুধবার (১ এপ্রিল) রাত ১ টায় এ অগ্নিকান্ডের সুত্রপাত হয় ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,  রাত ১টার দিকে বানরগাতী বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নূরনগর ও টুটপাড়া স্টেশন থেকে ৫টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৪৮ টি দোকান পুড়ে গেছে।
বাজারের দোকানিরা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে ২০টি মুদি দোকান এবং বাকিগুলো কাঁচামালের।

বানরগাতী এলাকার বাসিন্দা মো. রাসেল দাবি করেন, বাজারের চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। তবে ফায়ার সার্ভিস আগুনের কোনো কারণ জানাতে পারেনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.