খুলনার ফুলতলায় ভান চালককে হত্যা

খুলনা ব্যুরো: খুলনার ফুলতলা উপজেলার পিপরাইল এলাকার ধানক্ষেতের মধ্য থেকে মোঃ মারুফ খাঁ নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে এঘটনা ঘটে।
নিহত মারুফ খাঁ ফুলতলার ডাউকোনা গ্রামের আব্দুর রহমান খাঁর ছেলে।সে পেশায় একজন  ভ্যানচালক ছিলেন।
স্থানীয়দের ও পুলিশের সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে ফুলতলা থানাধীন পিপরাইল গ্রামের জনৈক হাতেম বিশ্বাসের ছেলে লতিফ বিশ্বাসের ধানের জমিতে এলাকাবাসী মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে জানান।
তাৎক্ষণিকভাবে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  মৃতদেহ উদ্ধার করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.