খুলনার পাইকগাছায় স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

খুলনা ব্যুরো: খুলনার পাইকগাছায় ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে হত্যা করে আড়ায় রশি দিয়ে ঝুলিয়ে রাখার দায়ে স্বামী বাবলু রহমান (৪০)কে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (০২ আগস্ট) বেলা ১১টার দিকে।
এলাকাবাসী জানায়,পাইকগাছা পৌরসভার বাতিখালী গ্রামের ৬ নং ওয়ার্ডের মুজিবুর রহমানের ভাড়াটিয়া বাবলু। দীর্ঘদিন ধরে স্বামী -স্ত্রী হিসেবে তারা সেখানে বসবাস করে আসছে। ভাত রান্না করতে দেরি হওয়ায় বাবলু কাঠ দিয়ে স্ত্রী শিউলীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তার মৃত্য হয় বলে স্থানীয়রা ধারনা করছে। ঘটনাটি ধামাচাপা দিতে থাকে রশি দিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।
পরে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরীকালে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পায়। একপর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে বাবলু মারপিটের কথা স্বীকার করে।
পাইকগাছা থানার (ওসি) এজাজ শফী বিটিসি নিউজকে বলেন, স্ত্রীকে হত্যার দায়ে স্বামী বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.