খুলনার দুদক কার্যালয়ে আগুন, পুড়লো ৬ কক্ষের ফাইলপত্র

খুলনা ব্যুরো: দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সেখানকার ছয়টি কক্ষের ফাইল ও আসবাবপত্র পুড়ে গেছে।
আজ বৃহস্পতিবার (০২ জুন) বিকাল পৌনে ৬টার দিকে ভবনের জানালা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এসে ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনার দুদকের উপ-সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বিটিসি নিউজকে জানান, বিকাল ৫টায় অফিস ছুটি হওয়ায় বেশিরভাগ কর্মী অফিস ত্যাগ করে। হঠাৎ তৃতীয় তলায় শব্দ এবং পরে ধোঁয়া দেখে দমকল বিভাগে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা সেখানে দরজার তালা এবং জানলার কাচ ভেঙে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে আলমারিতে থাকা মূল্যবান ফাইলপত্র নষ্ট হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগের ওয়্যার হাউস ইন্সপেক্টর আজিজুর রহমান বিটিসি নিউজকে জানান, ছয়টি কক্ষের ফাইলপত্র সব পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসায় আগুন ছড়াতে পারেনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.