খুলনা ব্যুরো: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গোলনা এলাকায় মাহেন্দ্রা ও ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১৭ মে) সকালে উপজেলার ফায়ার সার্ভিস অফিসসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মাহেন্দ্রা চালক রফিকুল ইসলাম গাজী (৪৫), কয়রা উপজেলার হাফেজ মাওলানা মঈনুল ইসলাম (৫০) ও আব্দুর রশিদ (৫২)।
আহতরা হলেন—মনিরুল ইসলাম গাজী, ইউনুস, আব্দুস সাত্তার ও মনিরুজ্জামান। তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মাহেন্দ্রাটি চুকনগর থেকে খুলনার দিকে যাচ্ছিল। গোলনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্যাংক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চালক রফিকুল ইসলাম গাজী এবং দুই শিক্ষক মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খর্ণিয়া হাইওয়ে থানার এসআই শিমুল মন্ডল বলেন, “বেপরোয়া গতি ও সড়কের বেহাল দশা এই দুর্ঘটনার মূল কারণ।” তিনি আরও জানান, সংঘর্ষটি ছিল অত্যন্ত তীব্র, ফলে মাহেন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়।
নিহত দুই শিক্ষক মঈনুল ইসলাম ও আব্দুর রশিদ খুলনার কয়রা উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। তারা খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। কিন্তু পথেই মর্মান্তিকভাবে প্রাণ হারান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.