খুলনার ডুমুরিয়ায় তেলবাহী ট্রাকের ধাক্কায় দুই পথচারী নিহত

খুলনা ব্যুরো: খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া গ্রামে তেলবাহী একটি ট্রাকের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকাল আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে আটলিয়া রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আব্দুর রশিদের স্ত্রী মোছা: মাজেদা খাতুন (৪৮) ও ফজর আলী সরদারের স্ত্রী মোছা: রোকেয়া খাতুন ওরফে রকি (৬০)। উভয়ের বাড়ি নরনিয়া গ্রামে, ডুমুরিয়া থানার অন্তর্গত খুলনা জেলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি তেলবাহী ট্রাক (নওগাঁ-ঢ ০৮-০০০২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে তারা ঘটনাস্থলেই মারা যান।
খর্নিয়া হাইওয়ে থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকের চালক ও সহকারী (হেলপার) দুর্ঘটনার পরপরই পলিয়ে যায়। তবে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের মরদেহ ঘটনাস্থলে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানিয়েছে, পলাতক চালক ও সহকারীকে ধরতে অভিযান চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.