খুলনার জিআরপি থানার সাবেক ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে গণধর্ষণ মামলা

খুলনা ব্যুরো: খুলনার জিআরপি থানার সাসপেন্ডকৃত ওসি উছমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে এক নারীকে গণধর্ষণের মামলা করা হয়েছে।

ভুক্তভোগী নারী বাদি হয়ে আজ সোমবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলাটি দায়ের করেন।

বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ মোমিনুল ইসলাম বিটিসি নিউজকে জানান, আদালত বাদির আরজি মামলা হিসেবে গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ২ আগস্ট যশোর থেকে ট্রেনে খুলনায় আসার পথে রেলওয়ে পুলিশের সদস্যরা তাকে আটক করে। এরপর রাতে থানার ওসি উছমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্য থানার মধ্যে তাকে ধর্ষণ ও মারধর করে।

পরদিন ৩ আগস্ট তাকে ৫ বোতল ফেন্সিডিলসহ একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে আদালতে ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে গত ৭ আগস্ট খুলনা জিআরপি থানার ওসি উছমান গণি পাঠান ও এএসআই নাজমুল হককে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়।

মাদক মামলায় গত ২৮ আগস্ট ওই নারী জামিনে মুক্ত হন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.