খুলনার কয়রায় হরিণের ৩৪ কেজি মাংসসহ যুবক আটক

খুলনা ব্যুরো: খুলনার কয়রা উপজেলায় ৩৪ কেজি হরিণের মাংসসহ মো. ইকবল মোড়ল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার কালনা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করেছে।
আটককৃত মো. ইকবল মোড়ল পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের বাসিন্দা। সে মৃত আমিন উদ্দিন মোড়লের ছেলে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বিটিসি নিউজকে জানান, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। এছাড়া, আটক ইকবাল মোড়লকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.