খুলনার উন্নয়নে জাতীয় বাজেটে অধিক অর্থ বরাদ্দের দাবি

 

খুলনা ব্যুরো :  আগামী ২০১৮-১৯ জাতীয় বাজেটে খুলনা উন্নয়নে অধিক অর্থ বরাদ্দের দাবিতে জনউদ্যোগ, খুলনার অস্থায়ী কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ, আধুনিক রেলস্টেশন, দ্রুত মাওয়ায় পদ্মা সেতু শুরু, মংলা বন্দর আধুনিকায়ন, বিমান বন্দর নির্মান, জেলা স্টেডিয়াম সংস্কার, নিউজপ্রিন্ট মিলসহ বন্ধ কলকারখানা চালু, শিল্পকলা একাডেমি, আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর, ভোমরাকে আর্ন্তজাতিক স্থল বন্দর, খুলনা টেক্সটাইল পল্লী, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি বিশ্ববিদ্যালয়সহ স্কুল, কলেজ সরকারি করণ এর জন্য জাতীয় বাজেটে অধিক অর্থ বরাদ্দ ও বাস্তবায়নের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জনউদ্যোগ, খুলনার আহবায়ক এ্যাড: কুদরত-ই-খুদা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এ্যাড. আ. ফ. ম. মহাসিন, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা শ্যামল সিংহ রায়, ওয়ার্কার্স পার্টির মফিদুল ইসলাম, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সেফের আসাদুজ্জামান, নারী নেত্রী শামীমা সুলতানা শীলু, জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন প্রমুখ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.