খুলনায় স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা ব্যুরো: খুলনার আটরা শিল্প এলাকায় এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের আটরা শেখপাড়ায় বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম নাহিদ (১৫)।
সে আটরা শেখপাড়া এলাকার হাফিজুর রহমানের পুত্র ও আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
স্থানীয় এলাকাবাসি জানায় পবিত্র আশুরা উপলক্ষে বুধবার বেলা ৩ টার দিকে নিজ বাড়িতে প্রতিদিনের মতো দুপুরের খাবার খেয়ে মহরমের অনুষ্ঠান দেখতে গিলাতলা ২ নং কলোনিতে যায়। রাত ১১ টা পর্যন্ত তার কোন হদিস পায়না পরিবারের সদস্যরা।
নিহতের ফুফু শাহানাজ বেগম বলেন, নাহিদের নিজ বাড়িতে বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে বাথরুমের বাইরে নাহিদের জুতা দেখতে পায় এ সময় বাথরুমে ফাক দিয়ে জুতার ফিতা দিয়ে আড়ার সাথে উলঙ্গ অবস্থায় ঝুলন্ত লাশ দেখে, পরে স্থানিয়রা পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফিতা দিয়ে পেঁচানো অবস্থায় ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় দৌলতপুর জোনের সহকারি পুলিশ কমিশনার আবুল বাশার, খানজাহান আলী থানার ওসি মোঃ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
খানজাহান আলী থানার ওসি মোঃ হাফিজুর রহমান বিটিসি নিউজকে জানান, ঘটনাস্থলে নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে বিষয়টি ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।
এ ঘটনায় নিহত নাহিদ এর স্কুলের শিক্ষক, শিক্ষার্থী সহ এলকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের দাবি তাকে বাইওে কোথাও মেরে উলঙ্গ অবস্থায় তার লাশ তাদের নিজ বাড়ির টয়লেট ঝুলিয়ে রাখা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.