খুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশকে হুমকি, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

খুলনা ব্যুরো: খুলনায় পুলিশ, ডিবি ও র‌্যাবকে হুমকিদাতা রাশেদ খাঁকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার রাশেদ খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার দত্তপাড়া গ্রামের কাঠিবাজারের জাহাঙ্গীর খাঁর ছেলে।
খুলনা থানার ওসি হাসান আল-মামুন জানান, রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকের ভিডিও করে পুলিশ, ডিবি ও র‌্যাবকে গালিগালাজ, হেয়প্রতিপন্ন ও হুমকি প্রদান করে বিভিন্ন ব্যক্তির কাছে পাঠায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
শনিবার রাত পৌঁনে ৮টার দিকে সে নগরীর দক্ষিণ টুটপাড়ার বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাঁহ ময়দানের মূল ফটকের পূর্ব পাশে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য অপেক্ষা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে রাশেদ খানকে গ্রেপ্তার করা হয়। রাশেদ খানের বিরুদ্ধে একটি হত্যাসহ চারটি মামলা রয়েছে। সে বর্তমানে নগরীর হরিণটানা থানার খানজাহান নগর শাহ শিরিন রোডের জেসমিন আক্তার আঁখির বাড়ির ভাড়াটিয়া। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.