খুলনায় সাবেক এমপি রশীদুজ্জামানের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণের চাল, তেল-ডাল উদ্ধার

খুলনা ব্যুরো: খুলনা-৬ পাইকগাছা-কয়রার সাবেক এমপি রশীদুজ্জামানের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণের চাল, তেল, ও ডাল উদ্ধার করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিট্রেট ইফতেখারুল ইসলাম শামিমের নেতৃত্বে একটি দল মঙ্গলবার দুপুরে রশীদুজ্জামানের আগড়ঘাটাস্থ বাড়িতে অভিযান চালিয়ে ওই ত্রান সামগ্রী  উদ্ধার করা হয়।
সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাসিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামিম বিটিসি নিউজকে বলেন, খবর পেয়ে সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণের চালসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। যাতে চাল, ডাল, তেল, চিনি, লবনসহ কয়েক প্রকার ত্রান সামগ্রী রয়েছে। সর্বশেষ উদ্ধারকৃত মালামাল ত্রাণ শাখায় জমা করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.