খুলনায় সর্প দংশনে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু

খুলনা ব্যুরো: খুলনার ডুমুরিয়ায় সর্প দংশনে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে। মোহনা চক্রবর্তী মিতু (১২) নামে ঐ মেয়ে ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে পাশ্ববর্তী কেশবপুর উপজেলার গৌরিঘোনা গ্রামের কার্তিক চক্রবর্তীর মেয়ে।
বিষয়টি কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম আব্দুর রাজ্জাক নিশ্চিত করেছেন।
তার পারিবারিক সূত্রে জানা যায়, মোহনা চক্রবর্তী মিতু সোমবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। রাতের কোন এক সময় তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। গভীর রাতে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। এসময় পরিবারের লোকজন কাছে এসে মিতুকে সাপে কামড়ানোর বিষয়টি বুঝতে পারে। ততক্ষণে শিশুটি গ্যাজলাতে থাকে। অল্পক্ষণের মধ্যে শিশুটি মারা যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.