খুলনায় রূপসা নদীতে কার্গোডুবি, নিখোঁজ-২

খুলনা ব্যুরো: খুলনার রূপসা নদীতে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে একটি সারবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। এতে জাহাজে কর্মরত ১৩ জন তীরে উঠতে পারলেও দুইজন নিখোঁজ রয়েছেন।
রোববার (০৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। রূপসা নব পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ এ তথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, মোংলা বন্দর থেকে সারবোঝাই কার্গো নওয়াপাড়া যাওয়ার পথে এমভি থ্রি লাইট-১ খুলনার রূপসা নদীর উপর নির্মিত রেলসেতু পিলারে ধাক্কা লেগে ডুবে যায়। কার্গোতে থাকা ১৩ নাবিকের মধ্যে ১১ জন সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ হন।
কার্গো জাহাজ থেকে সাঁতরে কূলে আসা এক শ্রমিক বলেন, আমরা ইঞ্জিনরুমে ছিলাম। হঠাৎ একটি শব্দ পেয়ে উপরে উঠতে গিয়ে দেখি জাহাজ ডুবে যাচ্ছে। আমার সঙ্গে গিজার শাকিল ভাই ছিলেন। তবে তিনি পড়ে গিয়ে উঠতে পারেননি। আমিও পড়ে গিয়েছিলাম, পরে সাঁতরে কূলে এসেছি। এছাড়া বাবুর্চিও পড়ে গিয়ে আর উঠতে পারেননি। চালনা থেকে সার নিয়ে কার্গোটি নওয়াপাড়া যাচ্ছিল বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.