খুলনায় রহস্যজনক মৃত্যু: স্ত্রীর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

খুলনা ব্যুরো: খুলনায় মো. রাসেল (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে নগরীর সদর থানাধীন ৫ নম্বর কাশেম সড়কের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল রূপসা নতুন বাজার এলাকার তরিক গলির বাসিন্দা মো. রফিকের ছেলে। তিনি পেশায় মাছের আড়তের শ্রমিক ছিলেন। কিছুদিন আগে রাসেল ইশা নামের এক তরুণীকে বিয়ে করেন এবং স্ত্রীকে নিয়ে কাশেম সড়কের নাসিরের বাড়িতে ভাড়া থাকতেন।
ঘটনার রাতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয় বলে জানা গেছে। পরে ইশা গোসল করতে বাথরুমে গেলে রাসেল নিজের ব্যবহৃত ওড়না ফ্যানের হুকের সাথে পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।
খুলনা সদর থানার এসআই নান্নু মন্ডল বলেন, “ঘটনাস্থলের প্রাথমিক পর্যবেক্ষণে আত্মহত্যার আলামত মিলেছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
তিনি আরও জানান, ঘটনার পর রাসেলের স্ত্রী ইশাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে। তার সাথে ঘটনার বিস্তারিত বিষয়ে জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাসেল ও ইশার মধ্যে পারিবারিক কলহের কথা তারা আগেও শুনেছেন। তবে এমন মর্মান্তিক পরিণতির কথা কেউ ভাবতে পারেননি।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.