খুলনায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ গ্রেফতার: দেশীয় অস্ত্র উদ্ধার

খুলনা ব্যুরো: খুলনার সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর একটি বিশেষ যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে “চিংড়ি পলাশ” (৩৪) কে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করেছে।
রবিবার চালানো এ অভিযানে তার স্ত্রী পারভিন সুলতানা তিতলী (২৮) কেও আটক করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যরাতে পরিচালিত অভিযানে পলাশ ও তার স্ত্রীকে তাদের বাড়ি থেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে বসতবাড়ির উঠান থেকে ৫টি ককটেল বোমা, ২টি রামদা, ২টি চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পলাশ খুলনা অঞ্চলের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ৮টি হত্যা, মাদক ও অস্ত্র মামলা চলমান রয়েছে। আইনানুগ প্রক্রিয়ার জন্য তাকে এবং তার স্ত্রীকে জব্দকৃত অস্ত্রসহ সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
বর্তমান সরকারের ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ নীতিমালার আওতায় বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনী তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করছে। এই অভিযানের উদ্দেশ্য অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.