খুলনায় যুবদলের সাবেক নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা, এলাকাজুড়ে চাঞ্চল্য

খুলনা ব্যুরো: খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মোল্লা মাহবুবুর রহমানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) দুপুরে নগরীর মহেশ্বরপাশা পশ্চিম পাড়া এলাকায় নিজ বাড়ির সামনে তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মাহবুব নিজ প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। হঠাৎ তিনজন মোটরসাইকেল আরোহী এসে তার গাড়ির সামনে দাঁড়িয়ে গুলিবর্ষণ শুরু করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পায়ের রগ কেটে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি গুলির খোসা উদ্ধার করে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মৃত মোল্লা মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে। তিনি দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে তার রাম দা হাতে থাকা ছবি ছড়িয়ে পড়লে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপরও তিনি দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা বিটিসি নিউজকে জানিয়েছেন, গত কয়েক মাসে মাহবুব এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন। মাদক বাণিজ্য নিয়ে স্থানীয় একটি প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে তার চরম বিরোধ চলছিল।
এর আগেও তার ওপর হামলা হয়েছিল বলে জানিয়েছে এলাকাবাসী। তারা ধারণা করছেন, মাদক সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বিটিসি নিউজকে বলেন—“মাদক বিক্রি সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড হয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখছি। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হত্যাকাণ্ডের পর থেকে মহেশ্বরপাশা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.