খুলনা ব্যুরো:খুলনার দৌলতপুর এলাকার মহেশ্বরপাশা ঘোষপাড়া কবরস্থান থেকে তামিম (১৬) নামের এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে স্থানীয়রা কবরস্থানের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
তামিম দৌলতপুর থানার শিকারীর মোড় এলাকার বাসিন্দা মিজান জমাদ্দারের ছেলে। পেশায় তিনি একজন রিক্সা চালক। প্রতিদিন সন্ধ্যায় রিক্সা নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফিরতেন। কিন্তু সোমবার সন্ধ্যায় বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী বিটিসি নিউজকে জানান, মরদেহ উদ্ধারের পর ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত পরিচালনা করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে কোনো অপরাধ লুকিয়ে আছে, তা রিপোর্টের মাধ্যমে জানা যাবে।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.