খুলনা ব্যুরো:মহান মে দিবস উপলক্ষে খুলনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল শ্রমিক সমাবেশ। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় খালিশপুর জুট মিলস্ চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম বলেন, “১৮৮৬ সালের হে মার্কেটের আন্দোলন শ্রমিকদের আত্মত্যাগের ইতিহাস। শ্রমিকদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকারকে বাস্তবায়ন করতে হবে।” তিনি খুলনার খালিশপুর, প্লাটিনাম, ক্রিসেন্ট, দৌলতপুর জুট মিলসহ সকল বন্ধ মিল চালু এবং শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানান।
তিনি আরও বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে শুধু বছরে একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখা যাবে না। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এবং জুলুম-নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় সোচ্চার হতে হবে।”
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষের অবদান সবচেয়ে বেশি, অথচ তাদের ন্যায্য অধিকার নিয়ে কেউ মাথা ঘামায় না।” তিনি ইসলামী শ্রমনীতি চালুর পাশাপাশি শ্রমিকদের বাসস্থান, রেশনিং, চিকিৎসা, সন্তানদের শিক্ষার নিশ্চয়তা ও নারী শ্রমিকদের ৬ মাস মাতৃত্বকালীন ছুটির দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মু. আজিজুল ইসলাম ফারাজী। তিনি বলেন, “সাড়ে সাত কোটি শ্রমিকের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় ফেডারেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের নগর সভাপতি আরাফাত হোসেন মিলন, ফেডারেশনের সাবেক সভাপতি খাঁন গোলাম রসুল, ডা. সাইফুজ্জামানসহ বিভিন্ন থানা ও শিল্পাঞ্চলের শ্রমিক নেতা ও প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ও ইসলামী আন্দোলনের কর্মীরা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.