খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য কদরুল হাসানকে ৬ দিন পর অজ্ঞান অবস্থায় উদ্ধার 

খুলনা ব্যুরো: খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য কদরুল হাসানকে ৬ দিন নিখোঁজ থাকার পর আজ ভোরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।গত ৫ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানান,আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে খুলনা মহানগরীর লবনচরা থানাধীন দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের দরজার সামনে অজ্ঞান অবস্থায় দেখতে পায়।
মসজিদে ফজরের  নামাজ পড়তে আসা মুসল্লীরা লবনচরা থানা পুলিশকে খবর দিলে, লবণচরা থানার ওসি অনুপ ও মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৫/৬ নং ওয়ার্ডের ভিআইপি ১ নং কেবিনে ভর্তি রয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় শারীরিকভাবে সুস্থ আছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কদরুল হাসান নগরীর সোনাডাঙ্গার সোনারবাংলা গলির বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। কদরুল নিখোঁজ থাকায় তাঁর স্ত্রী সাঈদা খাতুন সোনাডাঙ্গা ও খুলনা সদর থানায় দুটি সাধারণ ডায়েরি করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.