খুলনায় বিএনপি’র শোক র‌্যালি পূর্ব সমাবেশে মনা, সীমাহীন লুটপাটে দেশ আজ দেওলিয়াত্বের দ্বারপ্রান্তে

 


খুলনা ব্যুরো: খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, এখন আর শোকাহত হবার সময় নয়। শোককে শক্তিতে রূপান্তর করে ভোটডাকাত ফ্যাসিষ্ট লুটেরা সরকারের পতন নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপরিচালনায় চরম ব্যর্থতা, অনিয়ম-দুর্নীতি ও সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীদের থেকে অর্থ লুটে নেবার কারণে আকাশচুম্বী দ্রব্যমূল্য, খুন-গুম, দমন-নিপীড়ন, হামলা-মামলা ও সীমাহীন লুটপাটে দেশ আজ দেওলিয়াত্বের দ্বারপ্রান্তে। ভোটাধিকার হরণকারী আওয়ামী লীগের শোষণের কারণে দেশবাসী আজ শোকাভিভূত। গণতন্ত্র পুনঃরুদ্ধারের মাধ্যমে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ নির্বাচন কালীন সরকারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জনগনের সরকার গঠনের মধ্যেদিয়ে আওয়ামী লীগের সকল অন্যায়-অপকর্মের দাঁতভাঙা জবাব দিতে হবে।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে শোকর‌্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গত ১৮ জুলাই লক্ষ্মীপুরে বিএনপি’র শান্তিপুর্ণ পদযাত্রায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও পুলিশের অতর্কিত হামলায় কৃষকদলের কর্মী সজিব হোসেন নিহতের প্রতিবাদে সারাদেশের ন্যায় শোক র‌্যালি করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন।
জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন ও র‌্যালিতে উপস্থিত ছিলেন শেখ আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, এম সাইফুর রহমান মিন্টু, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, এসএম শামীম কবীর, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান নান্নু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, কেএম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, শেখ জাহিদুল ইসলাম, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, প্রমুখ।
শোক র‌্যালিতে নেতাকর্মীদের হাতে কালো পতাকা ও কালো ব্যাজধারণ করতে দেয়া যায়।।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.