খুলনা ব্যুরো:খুলনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি পরিবহন প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টিকিটের মূল্য বেশি রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত রুটের বাইরে গাড়ি পরিচালনার অভিযোগে এ জরিমানা করা হয়।
বুধবার (২ এপ্রিল) দুপুরে নগরীর রয়েল মোড় এলাকায় বিআরটিএ এই অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।
টুঙ্গিপাড়া এক্সপ্রেস টিকিটের মূল্য নির্ধারিত দামের চেয়ে বেশি রাখার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এম আর পরিবহন টিকিটের মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। সৌদিয়াক পরিবহন নির্ধারিত রুটের টিকিট বিক্রি করে অন্য রুটে গাড়ি চালানোর অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বলেশ্বর পরিবহন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন নিজে পরিচয় গোপন রেখে বলেশ্বর পরিবহনের একটি টিকিট কাটেন। খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চট্টগ্রাম রুটের নির্ধারিত ১,২৬৬ টাকার টিকিটের মূল্য ১,৪০০ টাকা রাখা হচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন, ঈদকে কেন্দ্র করে পরিবহন খাতের অনিয়ম রোধে আমাদের অভিযান চলমান রয়েছে। টিকিটের অতিরিক্ত মূল্য আদায় এবং মূল্য তালিকা না রাখার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঈদের আগে ও পরে অনেক পরিবহন কোম্পানি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে। এটি প্রতিরোধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.