খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত, প্লাস্টিক দূষণ রোধে জোর আহ্বান

খুলনা ব্যুরো: ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৫ জুন) খুলনায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদ্‌যাপিত হয়েছে। খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে ছিল সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। তিনি বলেন, “পরিবেশকে বাঁচাতে হলে এখনই প্লাস্টিক বর্জনের উদ্যোগ নিতে হবে। পরিবারের প্রতিটি স্তর ও সমাজে সচেতনতা গড়ে তুলতে হবে। পাটজাত ও পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহ দিতে হবে।”
তিনি আরও বলেন, “মাইক্রোপ্লাস্টিক ও কেমিক্যাল আমাদের দেহে প্রবেশ করে ক্যান্সারসহ নানা জটিল রোগের কারণ হচ্ছে। মানুষকে এসব ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে।”
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে সারাদেশে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ এবং এর কার্যকর বাস্তবায়নের অংশ হিসেবে খুলনা বিভাগীয় কার্যালয় ও সংশ্লিষ্ট জেলাগুলোতে ৮৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এর মাধ্যমে ৬,৩৫,৮৫০ টাকা জরিমানা আদায় ও  ১২,১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, পুলিশের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার কাজী মইনউদ্দিন।
প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সালমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক মোঃ সাদিকুল ইসলাম।
অনুষ্ঠান শেষে পরিবেশ অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এর আগে সকালেই বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্ল্যাকার্ড ও ব্যানারে তারা প্লাস্টিক বর্জন ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.