খুলনা ব্যুরো:খুলনায় মালয়েশিয়া প্রবাসীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে সাত লাখ টাকা আত্মসাতের ঘটনায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের এক নারী কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) ভোর রাতে ঢাকার মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কর্মকর্তা আফসানা শাহিন মুন্নী (৩৬) সাউথ বাংলা ব্যাংকের খুলনা শাখায় সিনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি খুলনা মহানগরীর ইস্পাহানি আবাসিক এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে।
খুলনা সদর থানার ওসি হাওলাদার মো. সানোয়ার হোসাইন মাসুম জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোল্লা জুয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকায় অভিযান চালিয়ে মুন্নিকে গ্রেফতার করে।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী আফসানা ইয়াসমিন তৃষ্ণা গত ১৮ এপ্রিল খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মুন্নিসহ ৮-৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এজাহারে বলা হয়, মালয়েশিয়া প্রবাসী আল হাদিস বাট্রি ২০২৩ সালের ১৩ নভেম্বর খুলনার আপার যশোর রোডস্থ সাউথ বাংলা ব্যাংকে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলে তাতে বিভিন্ন সময়ে মোট ১০ লাখ ২ হাজার টাকা জমা করেন। চলতি বছরের ১৮ মার্চ দেশে ফিরে তিনি ব্যাংক থেকে অর্থ তুলতে গেলে জানতে পারেন, তার অ্যাকাউন্টে মাত্র ৩ লাখ ২ হাজার টাকা রয়েছে। স্টেটমেন্টে দেখা যায়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি আরটিজিএসের মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে ব্র্যাক ব্যাংকের একটি অ্যাকাউন্টে ৭ লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে।
তৃষ্ণার অভিযোগ, আরটিজিএসের মতো প্রক্রিয়ায় অর্থ স্থানান্তরের জন্য গ্রাহকের সরাসরি উপস্থিতি ও অনুমতি প্রয়োজন হয়। কিন্তু তখন তার স্বামী বিদেশে থাকায়, আসামিরা পরস্পর যোগসাজশে জাল কাগজপত্র ও ভূয়া লোক ব্যবহার করে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে। ব্যাংক কর্তৃপক্ষকে অবগত করা হলেও তারা কোন কার্যকর ব্যবস্থা নেননি।
এ বিষয়ে সাউথ বাংলা ব্যাংক খুলনা শাখার বর্তমান ম্যানেজার হাফিজ আহমেদ বলেন, “আমি সম্প্রতি এখানে যোগ দিয়েছি, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে দেখছি।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.