খুলনা ব্যুরো:খুলনায় পৃথক দুই সহিংস ঘটনায় একজন যুবক সন্ত্রাসীদের গুলিতে এবং আরেকজন জবাই করে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন, যাদের একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
রূপসায় গুলিতে যুবক নিহত, দুই জন গুলিবিদ্ধ
বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকায় সোহাগ নামে এক ব্যক্তির বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সাব্বির (২৭) নামে এক যুবক নিহত হন এবং সাদ্দাম হোসেন নামে আরেক যুবক গুরুতর আহত হন।
গুলিবিদ্ধ সাদ্দামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। এই ঘটনায় মিরাজ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে পালিয়ে যান বলে জানা গেছে।
রাজাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফুল আলম বিটিসি নিউজকে জানান, নিহত ও আহত দু’জনই খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর গ্রুপের সদস্য। ঘটনার সময় তাদের অবস্থানরত বাড়িতে ৫-৭ জন সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাব্বির মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার মাথার পেছন দিয়ে গুলি ঢুকে সামনে দিয়ে বের হয়ে যায়। সাদ্দামও মাথার পেছনে গুলিবিদ্ধ হন।
পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড তাজা গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে। নিহত সাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এসআই আশরাফুল।
হরিণটানায় জবাই করে খুন বাবলু দত্ত একই রাতে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরীর হরিণটানা থানার রাজবন্ধ দক্ষিণপাড়ায় দুর্বৃত্তদের হাতে জবাই হয়ে নিহত হন বাবলু দত্ত (৫০)। তিনি দক্ষিণপাড়া এলাকার অমূল্য দত্তের ছেলে এবং বালু ও জমির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইরের কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গতিরোধ করে একটি ফাঁকা প্লটে নিয়ে যায় এবং সেখানে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাসার বিটিসি নিউজকে জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.