খুলনায় নির্বাচনী সামগ্রী ভোটের বাক্স যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে

খুলনা ব্যুরো: খুলনার নির্বাচনী সামগ্রী ভোটের বাক্স যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে (সার্কিট হাউস) এ কার্যক্রম শুরু হয়।
এর আগে শুক্রবার সকালে খুলনার দূরবর্তী ভোটকেন্দ্র ও উপজেলা পর্যায়ের কেন্দ্রের নির্বাচনী সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।সেখান থেকে শনিবার কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রী। ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।
খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনে এবার ভোটকেন্দ্রের সংখ্যা ৭৯৩টি ও ভোট কক্ষ ৪৭২০টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩৯ জন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.