খুলনায় দৈনিক দেশ সংযোগ অফিসে অগ্নিসংযোগ

খুলনা ব্যুরো: খুলনায় স্থানীয় দৈনিক দেশ সংযোগ পত্রিকার অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা সাতটার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, মাগরিবের নামাজের কিছুক্ষণ পর প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি দল এসে অফিসের শাটারের তালা ভেঙে ভিতরের টেবিল-চেয়ার ও অন্যান্য আসবাবপত্র রাস্তায় বের করে এনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন দেখে আশেপাশের বাসিন্দারা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এবং সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।”
ঘটনার পেছনে রাজনৈতিক উত্তেজনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কারণ, বৃহস্পতিবার প্রকাশিত দেশ সংযোগ পত্রিকার প্রথম পাতায় আওয়ামী লীগ নেতা কাজী এনায়েতের মৃত্যু নিয়ে একটি শিরোনাম দেওয়া হয়: “কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ.লীগের শোক”। সেখানে দাবি করা হয়, “অন্তর্বর্তীকালীন সরকারের নির্যাতনের মুখে আত্মগোপনে থাকা অবস্থায় তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।”
এই সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতাও চোখে পড়ে। বিকেল থেকে অফিসটি বন্ধ ছিল বলেও জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবেও পরিচিত। কিছুদিন আগেই তিনি একটি মামলায় কারাভোগের পর মুক্তি পান।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে কেউ আটক হয়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.