খুলনায় ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

প্রতীকী ছবি
খুলনা ব্যুরো: খুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৭টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হেলালের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে। তিনি পেশায় খালাসি ছিলেন এবং সাহা চন্দ্রপুর ঝুট প্রেসে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেনের ধাক্কায় তিনি মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সার্জারি বিভাগের ৯-১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, “রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.