খুলনায় কোষ্ট গার্ড ও বন বিভাগের অভিযানে ৬ কেজি হরিণের মাংস উদ্ধার

খুলনা ব্যুরো: জেলার কয়রায় কোষ্ট গার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ৬ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা দিকে মহেশ্বরীপুর সরদারপাড়া হারুনের বাড়ির সামনে থেকে হরিণের মাংস উদ্ধার করা হয়।
কয়রা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোষ্ট গার্ড ও বন বিভাগের যৌথ অভিযান চালিয়ে মহেশ্বরীপুর গ্রামের সন্ত্রাসী হারুনের বাড়ির সামনে থেকে হারুনের হাত থেকে ফেলে যাওয়া একটা প্লাস্টিকের ব্যাগ থেকে আনুমানিক ছয় কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
এ সময় হারুনকে ধাওয়া দিলে সে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
আজ রবিবার আদালতের মাধ্যমে উদ্ধারকৃত হরিণের মাংস মাটিতে পুতে নষ্ট করা হয়। এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.