খুলনায় এসআই সুকান্ত দাশকে মারধর, পরে পুলিশের হেফাজতে

খুলনা ব্যুরো: খুলনার ইস্টার্ন গেট এলাকায় পুলিশের এসআই (সাব-ইন্সপেক্টর) সুকান্ত দাশকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে, বিএনপির একটি চলমান কর্মসূচির সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই সুকান্ত দাশ একটি সিএনজি চালিত থ্রি-হুইলারে করে যাচ্ছিলেন। ইস্টার্ন গেটের সামনে গাড়িটি থামলে বিএনপির কিছু নেতাকর্মী তাকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে এনে মারধর করেন। পরে বিএনপির সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাকে পুলিশে হস্তান্তর করেন।
খুলনার খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানিয়েছেন, “এসআই সুকান্ত বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তার শরীরে তেমন কোনো গুরুতর আঘাত নেই, শুধু গায়ের টি-শার্ট ছিঁড়ে গেছে।”
জানা গেছে, বিএনপি নেতাকর্মীদের উপর অতীতে নির্যাতনের অভিযোগে অভ্যুত্থানের পর এসআই সুকান্ত দাশের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। এ কারণে দলটির কর্মীদের মাঝে তার বিরুদ্ধে ক্ষোভ বিরাজ করছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.