খুমেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনার এক নারীর মৃত্যু

খুলনা ব্যুরো: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনার এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মো.বারেকের স্ত্রী শেফালী বেগম (৫৫)। শনিবার ডেঙ্গু জ্বর নিয়ে খুমেক হাসপাতালে ভর্তি হন।
আজ রবিবার (২৩ জুলাই)চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুভাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে খুমেক হাসপাতালে একদিনে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট ৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
ডাক্তার সুভাষ রঞ্জন হালদার জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ২২০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘন্টায় ১৭ জন রোগী ভর্তি হয়। বর্তমানে হাসপাতালে ৫৮ জন রোগী ভর্তি রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.