খুমেক করোনা হাসপাতালে এখন পর্যন্ত ৩০০ জনের মৃত্যু

খুলনা ব্যুরো: খুলনার ১০০ শয্যা করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০০ জন মারা গেলেন।
অন্যদিকে আজ শুক্রবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ১৪৩ জন ভর্তি রয়েছেন। আরও ৫৮ জন নতুন ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ৩৭ জন ছাড়পত্র নিয়েছেন।
করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন। মারা যাওয়া রোগীদের মধ্যে বাগেরহাট, মোংলা, মোড়েলগঞ্জের কচু বুনিয়া ও সাতক্ষীরার কালীগঞ্জ এলাকার বাসিন্দা রয়েছেন বলে জানান তিনি।
এদিকে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ১৪৮ জনের করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, খুলনা মেডিক্যাল কলেজ পিসিআর মেশিনে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে ২৬৮ জন খুলনা মহানগরী ও জেলার। এর মধ্যে ১৪৮ জনের করোনা পজিটিভ ফল আসে। শনাক্ত হওয়াদের মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১০৯ জন, বাগেরহাটের ২৪ জন, যশোর ৬ জন, সাতক্ষীরা ৭ জন, নড়াইল জেলার ২ জন রয়েছে।
খুমেকের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ বিটিসি নিউজকে বলেন, গতকাল বৃহস্পতিবার (১০ জুন) এ ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষার পর সর্বমোট ১৪৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। যা ৩৯ শতাংশ। এটি এ ল্যাবের সর্বোচ্চ হার বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.