খুমেকে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৭

খুলনা ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার দুটি হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার বিটিসি নিউজকে জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় ছয়জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- খুলনা মহানগরীর সোনাডাঙ্গার অমল রায়(৬৮), নাহিদ নিয়াজি (৩০), আড়ংঘাটার ফাতেমা (৬৫), বাগেরহাটের ফকিরহাটের ওলিয়ার রহমান(৫৫), রামপালের জাহানারা বেগম (৬০) ও নড়াইলের কালিয়ার ইবাদত শেখ (৫৫)।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ বিটিসি নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর ছোট বয়রা ডক্টরপাড়ার ইমদাদুল ইসলাম (৬৫) নামের এক রোগির মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগির মৃত্যু হয়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.