খুবি শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

বগুড়া প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও শিক্ষকদের অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহার করা, শিক্ষার্থীদের ৫ দফা দাবী মেনে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবীতে আজ মঙ্গলবার (২৬ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখা মানববন্ধন সমাবেশ করেছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি ধনঞ্জয় বর্মনের সভাপতিত্বে পলিটেকনিক শাখার সংগঠক সাইফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য রাধা রানি বর্মন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহসভাপতি শ্যামল বর্মন, সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব নিয়তি সরকার নিতুসহ আরও অনেকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.