খুবির স্থাপত্য ও ফার্মেসী ডিসিপ্লিনের ইমপ্রুভমেন্ট প্লান উপস্থাপন

 

খুলনা ব্যুরো : খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও ফার্মেসী ডিসিপ্লিনে পোস্ট সেলফ এ্যাসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্লান শীর্ষক পৃথক দুইটি কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় অনুষ্ঠিত স্থাপত্য ডিসিপ্লিনের কর্মশালায় সভাপতিত্ব করেন এসএ কমিটির সভাপতি স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রেজাউল হক এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান।

এসএ কমিটির সদস্য প্রফেসর ড. আফরোজা পারভীন ইমপ্রুভমেন্ট প্লানের কয়েকটি দিকের উপর আলোকপাত করেন। কর্মশালায় পাওয়ার পয়েন্টে ৪৬ লাখ ৭৫ হাজার টাকার ইমপ্রুভমেন্ট প্লান উপস্থাপন করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. খন্দকার মাহফুজ উদ-দারাইন। পরে উপস্থাপিত ইমপ্রুভমেন্ট প্লানের উপর পর্যবেক্ষণে অংশ নেন গণিত ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. হায়দার আলী বিশ্বাস, ফার্মেসী ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আশীষ কুমার দাস, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। কর্মশালাটি সঞ্চালনা করেন এসএ কমিটির সদস্য সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে বেলা ১১ টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ফার্মেসী ডিসিপ্লিনে ইমপ্রুভমেন্ট প্লান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আশীষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান। কর্মশালায় পাওয়ার পয়েন্টে তিন কোটি বায়ান্ন লাখ দশ হাজার টাকার ইমপ্রুভমেন্ট প্লান উপস্থাপন করেন এসএ কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। পরে উপস্থাপিত ইমপ্রুভমেন্ট প্লানের উপর পর্যবেক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় আইকিউএসির অতিরিক্ত পরিচালকদ্বয় প্রফেসর ড. সমীর কুমার সাধু ও প্রফেসর ড. কামরুল ইসলাম তালুকদারসহ এসএ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালাটি সঞ্চালনা করেন এসএ কমিটির সদস্য প্রফেসর ড. মোঃ আমিরুল ইসলাম।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.