খুবির সাবেক শিক্ষার্থী পপি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

খুলনা ব্যুরো: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী সাবেকুন নাহার পপিকে শ্বশুরবাড়ির লোকজন কর্তৃক হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. আনিসুর রহমান, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের অধ্যাপক মো. সানাউল ইসলাম, ফার্মেসি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. সাইফুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘পপির অপরাধ ছিল যে সে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিল, আর প্রায়ই সে অসুস্থ থাকত। শ্বশুরবাড়ির লোকেরা তার কন্যা সন্তান এবং অসুস্থতার জন্য তাকে দোষারোপ করত। এছাড়া যৌতুকের জন্যও কয়েকবার মারধরের শিকার হয়েছে সে। বর্তমান সময়ে এসে এ ধরনের হত্যাকাণ্ড অকল্পনীয়। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।’
উল্লেখ্য, গত সোমবার (২৬ আগস্ট) সাবিকুন্নাহার পপিকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ ওঠে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.