খুবির প্রাক্তন উপ-পরিচালকের স্ত্রীর ইন্তেকালে উপাচার্যের শোক

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা ও চর্চা বিভাগের প্রাক্তন উপ-পরিচালক মোঃ আফজালুর রহমানের স্ত্রী নাসরিন আফজাল মঙ্গলবার ভোর ৬টায় নগরীর টিবি বাউন্ডারী রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি—–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি বেশকিছুদিন যাবত কিডনী রোগে ভুগছিলেন। তার স্বামী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আতয়-স্বজন ও গুণগ্রাহী রয়েছেন। মঙ্গলবার বাদ আছর টিবি বাউন্ডারী রোডস্থ মসজিদের সামনে প্রথম নামাজে জানাজা এবং এশা বাদ রূপসা উপজেলার নৈহাটি গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা ও চর্চা বিভাগের প্রাক্তন উপ-পরিচালক মোঃ আফজালুর রহমানের স্ত্রীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক বিবৃতিতে প্রকৌশল বিভাগের সহকারী রেজিস্ট্রার আব্দুল খালেক মোল্লার মাতার মৃত্যুতে তিনি অনুরূপ শোক প্রকাশ করেছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.