খুবিতে শিক্ষক-শিক্ষার্থী বরখাস্তের ঘটনায় রাবিতে প্রতিবাদ

রাবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের পাঁচ দফা দাবির আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে দুই শিক্ষার্থী ও তিন শিক্ষককে বহিষ্কার ও বরখাস্তের সিদ্ধান্তের ঘটনার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধনের মাধ্যমে এই জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনরর ভিন্নমত দমনের জন্য উদ্দেশ্যপ্রণোদিত হয়ে যৌক্তিক  আন্দোলনে যুক্ত থাকা শিক্ষক -শিক্ষার্থীদের বহিষ্কারের মতো সিদ্ধান্ত নিয়েছে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের  উপাচার্যরা জানেনই না বিশ্ববিদ্যালয় আসলে কি। বিশ্ববিদ্যালয়ে যদি ভিন্নমত দমন করা হয় তাহলে সেই বিশ্ববিদ্যালয় টিকতে পারেনা।

বক্তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয় সেই জায়গা যেখানে শিক্ষার্থীরা শিক্ষকদের পাশে থাকবেন, আবার শিক্ষকরাও শিক্ষার্থীদের পাশে থাকবেন। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা থাকলে যেমন শিক্ষকরা নিরাপদ থাকে তেমনি শিক্ষকরা থাকলে শিক্ষার্থীরা নিরাপদ থাকবে।

মানবন্ধনে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান  নকিব  বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। এমন ঘটনা কেন ঘটছে সেটা সবাইকে ভাবতে হবে। বিভিন্ন প্রক্রিয়ায়  আমাদের দেশটা এমন এক জায়গায় এসে দাড়িয়েছে যেখানে উঁচু উঁচু চেয়ারে খুব নিচু মনের মানুষ বসে আছে। এমন জায়গাগুলো হোল্ড করার জন্য যে জ্ঞান, ধ্যাণ ধারণা থাকা দরকার সেগুলো তাদের নেই। এর দায় আমাদের সবার আছে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাজী মামুন হায়দার রানা, ফোকলোর বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম কনকসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১লা জানুয়ারি বেতন ফি কমানো, আবাসিক সংকটের সমাধান, দ্বিতীয় পরীক্ষণের ব্যবস্থা করা সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেই আন্দোলনের সাথে সংযুক্ত থাকার অভিযোগে বাংলা ডিসিপ্লিনের মোহাম্মদ মোবারক হোসেন নোমান (১৮ ব্যাচ) এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ইমামুল ইসলামকে (১৭ ব্যাচ) বহিষ্কার করা হয়। এছাড়া, ৩ জন শিক্ষক সেই আন্দোলনে সাথে একাত্মতা প্রকাশ করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী ও গুরুতর অসদাচরণের অভিযোগে বরখাস্ত করার সিদ্ধান্তের প্রক্রিয়া শুরু করা হয়েছে। বহিষ্কৃত সেই দুই শিক্ষার্থী বর্তমানে  বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.