খালেদা জিয়া যেভাবে জানলেন ভোটের ফলাফল

ঢাকা প্রতিনিধিজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পেয়ে গেলো ৮ ফেব্রুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী আছেন।

কারাবিধি মোতাবেক খালেদা জিয়া ডিভিশনপ্রাপ্ত বন্দীর মর্যাদায় উন্নতমানের খাবারের পাশাপাশি সরকারীভাবে একটি টেলিভিশন পেয়েছেন। তবে ওই টেলিভিশনে তিনি শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চ্যানেল দেখার সুযোগ পাবেন। এছাড়া তিনি ৩টি জাতীয় পত্রিকা পান।

এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।ভোট দিতে না পারলেও কারাগারে বসে তিনি ভোটের ফলাফল জেনেছেন। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সারাদেশে অনুষ্ঠিত নির্বাচনের সর্বশেষ খবরা খবর জানার চেষ্টা করেছেন তিনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.